গাজাবাসীর যন্ত্রণা লাঘবের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন : অ্যাগনেস ক্যালামার্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
- / ১৭৩২ বার পড়া হয়েছে
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, গাজায় সহায়তার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ‘সমঝোতার প্রস্তাব’ পাস করেছে।
এই সহায়তা প্রস্তাবকে ‘দুঃখজনকভাবে অপর্যাপ্ত’ বলেছেন তিনি। ফিলিস্তিনে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধে এটি ‘খুবই প্রয়োজনীয়’ ছিল বলেও মত তাদের। যুদ্ধবিরতির দাবি না জানিয়ে গাজায় মানবিক ত্রাণ বাড়ানোর প্রস্তাব পাসের পর এক বিবৃতিতে এসব কথা জানান ক্যালামার্ড। তিনি বলেন, ‘গাজাবাসী যে দুর্ভোগ পোহাচ্ছেন, আমরা সেটির প্রত্যক্ষদর্শী। তাঁদের যন্ত্রণা লাঘবের জন্য অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজন।’