ছয় দিনে ফিলিস্তিনের গাজায় ছয় হাজার বোমা ফেলেছে ইসরায়েল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ১৯১২ বার পড়া হয়েছে
ইসরায়েল ছয় দিনে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ছয় হাজার বোমা ফেলেছে। যার মোট ওজন চার হাজার টন। ইসরায়েলি বিমানবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিকে ইসরায়েল-হামাস সংঘাতের ৭ম দিনে দুই দেশে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৮০০। আহত হয়েছেন আরো হাজারও মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহত ফিলিস্তিনিদের মধ্যে ৫০০ শিশু ও ২৭৬ জন নারী রয়েছে।
ইসরায়েলি হামলায় গাজায় বাস্তুচ্যুত হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ফিলিস্তিনি।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে সেদিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।