গাজীপুর কোনাবাড়ি ফ্লাইওভার ব্রীজের নিচে ময়লার ভাগাড়
- আপডেট সময় : ০৮:৪২:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি কর্পোরশনের কোনাবাড়ি ফ্লাইওভার ব্রীজের নিচেই ময়লার ভাগাড়। অসহনীয় দূর্গন্ধ আর নোংরা পরিবেশে অতিষ্ঠ সড়ক ব্যবহারকারীরা। চরম এ ভোগান্তি কমাতে সিটি কর্পোরেশনের দৃশ্যমান কোন তৎপরতা দেখা যায় না। পরিবেশ অধিদপ্তর বলছে খুব দ্রুতই ময়লা সরাতে নেয়া হবে কার্যকর পদক্ষেপ।
গাজীপুর মহানগরে ফ্লাইওভার উদ্বোধনের পর তিন বছর পেরিয়ে গেছে। অথছ এখনও নিচে দেয়া হয়নি রেলিং। ফলে ইচ্ছা মতো ফ্রাইওভারের নিচের অংশে ফেলা হচ্ছে বাজার আর দৈনন্দিন ব্যবহার্য ময়লা আবর্জনা। অনেকই সারছে প্রাকৃতিক কাজ। ভোগান্তিতে পড়ছেন সড়ক ব্যবহারকারী ।
নোংড়া পরিবেশ আর দূগর্ন্ধে বিপাকে পড়েছে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিরুপ পরিবেশের কারনে শ্বাসকষ্টসহ না রোগে আক্রান্ত হচ্ছে এলাকাবাসী।
ময়লা ফেলতে নিষেধ করা হলেও তা মানছে কেউ। তবে কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব দ্রুতই ময়লা অপসারণ করা হলে বলে জানান এই জনপ্রতিনিধি।
ময়লা সরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
ময়লা সরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।