গাজীপুর সিটি নির্বাচনে জয়ী হতে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা
- আপডেট সময় : ০৫:১৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি মেনে দিনরাত প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নগর সাজাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন বলে জানাচ্ছেন ভোটাররা। নির্বাচনী আচরণবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন।
আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খান টঙ্গী এলাকায় গণসংযোগ করতে এসে বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে তাকেই জয়ী করবে ভোটাররা
জাতীয় পার্টির প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন গণসংযোগ করেন পোড়াবাড়ি এলাকায়। মেয়র নির্বাচিত হলে সুন্দর নগরী ও নাগরিক সুবিধা দেয়ার পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
ভোট সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে আশাবাদী স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন। আর বহিস্কৃত মেয়র জাহাগীর আলম বলেন, নগরী রক্ষায় তার মায়ের পাশে আছে লাখো সন্তান।
বিজয়ী হলে নগরীর যোগাযোগ ব্যবস্থা আমুল পরিবর্তনের কথা জানান আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহানুর ইসলাম রনি।
মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় ব্যস্ত কাউন্সিলর প্রার্থীরাও। তারাও দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
তবে যোগ্য প্রার্থীকেই ভোট দিয়ে নির্বাচিত করার কথা জানান ভোটাররা।
রিটার্নিং অফিসার বলেন, নির্বাচনী আচরণবিধি মানাতে কঠোর অবস্থানে থাকবে নির্বাচন কমিশন।
নির্বাচনে ৫৭টি ওয়ার্ডের ৪৮০টি ভোটকেন্দ্রে ৩ হাজার ৪৯৭টি ভোটকক্ষ থাকবে। ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৬২ এবং নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬।