গাজীপুরে অটোরিকশা চালক হত্যায় জাড়িত ৫ আসামী গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের উপ কমিশনার মোহাম্মদ ইলতুৎমিশ।গেল ১২ ফেব্রুয়ারি কাশিমপুর থানাধীন লোহাকৈর মাজারের পুকুর থেকে অজ্ঞাত নামা হিসেবে অটোরিকশা চালক হুমায়ুন কবীরের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিচয় সনাক্তের পর পুলিশ নিহতের স্বজন ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ছিনতাইকারী আলমগীর ও শামসুলকে কোনাবাড়ি থেকে গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বরিশালের উজিরপুর থেকে অপর আসামি টুকু ও আল আমিনকে গ্রেপ্তার করা হয়।