গাজীপুরে আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ এর উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
বর্তমান সরকার খেলার প্রসার ও দক্ষ খেলোয়াড় তৈরিতে নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে ‘আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি অনূর্ধ্ব-১৯ উদ্ধোধনের সময় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বরকত উল্লাহ, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। জেলা ও পুলিশ প্রশাসনের আয়োজনে কাবাডি প্রতিযোগিতায় ব্রহ্মপুত্র জোনে গাজীপুর, মানিকগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, জামালপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলার ১শ’ ৮৪ জন নারী ও পুরুষ অংশ নেবে। উদ্বোধনীর দিন গাজীপুর ও শেরপুরের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।