গাজীপুরে তুরাগ নদে গোসলে নেমে তিন কিশোরীর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গাজীপুরে তুরাগ নদে গোসলে নেমে তিন কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে পাঁচ কিশোরী পাইনশাইল এলাকায় তুরাগ নদে গোসল করতে যায়। এসময় এক কিশোরী পানির স্রোতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে অন্যরা এগিয়ে আসলে চারজনই ডুবে যায়। একজন সাঁতরে তীরে উঠে ঘটনাটি স্থানীয় লোকজন ও স্বজনদের জানায়। পরে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। এসময় রিচি, মায়া ও আইরিনের মরদেহ উদ্ধার করা হয়। তবে, এখনও একজনের খোঁজ মেলেনি। একসঙ্গে তিন ছাত্রী মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।