গাজীপুরে বিভিন্ন এলাকায় বেতন বাড়ানো দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন শ্রমিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ১৭১২ বার পড়া হয়েছে
বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরে বিভিন্ন এলাকায় আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুঁড়ে মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেয়।
সকালে গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার টিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামে। এর পরপরই চৌধুরীবাড়ী এলাকায় বেলমন্ড গার্মেন্টস, রুয়া ফ্যাশন লিমিটেডসহ অন্যান্য কারখানার শ্রমিকরাও বেতন বাড়ানোর দাবিতে কারখানার সামনে অবস্থান নেন। এসময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয়ে যায় শ্রমিকেরা। একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামে। তারা সড়ক অবরোধ করতে চাইলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিক অসন্তোষ ও অবরোধ কেন্দ্র করে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।