গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ১৭৯২ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বাড়ানোর দাবিতে পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ-মিছিল করছে।
সকাল ৯টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তাঁরা এই কর্মসূচি পালন করে। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন। কারখানার শ্রমিক ও পুলিশ জানায়,উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন মূল বেতন ১৫ হাজার টাকা করার দাবিতে সকাল ৯টায় বিক্ষোভ শুরু করে।