গাজীপুরে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের একদিন পর হত্যা মামলা দায়ের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
গাজীপুর মহানগরের গাছা থানার দক্ষিণ খাইলকুর বগারটেক এলাকায় প্রাইভেটকারের ভেতর থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধারের একদিন পর হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতরাত সাড়ে ৮ টায় গাজীপুর মেট্রোপলিটন গাছা থানায় হত্যা মামলা করেন মৃত স্কুল শিক্ষকের বড় ভাই আতিকুর রহমান। স্থানীয় থানার ওসি নন্দলাল চৌধুরী বলেন, অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলা তদন্ত করছে। নিহতের ছোট ভাই জহুরুল ইসলাম ওয়াসীম বলেন, এটি স্বাভাবিক মৃত্যু হতে পারে না। এটি একটি হত্যা। পুলিশ দ্রুত তদন্ত করে আসল রহস্য বের করবে বলে আশাবাদী তারা।