গাজীপুরে স্মাইল স্পিনিং কারখানায় তুলার গুদামে আগুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ১৫৭২ বার পড়া হয়েছে
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় স্মাইল স্পিনিং কারখানায় তুলার গুদামে আগুন লেগে পুড়ে গেছে বিপুল পরিমাণ তুলা ও অন্যান্য কাঁচামাল ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশিদ জানান,সকাল ৮ টার দিকে স্মাইল স্পিনিং মিলের তুলার গুদামে আগুন লাগে।খবর পেয়ে গাজীপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।পরে ফায়ার সার্ভিস কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।আগুনের ওই কারখানার দুটি গুদামের তুলা ও অন্যান্য মালামাল পুড়ে গেছে।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।