গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- আপডেট সময় : ০৫:৪৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৬১৫ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে স্থাবর সম্পত্তি হস্তান্তর কর বাবদ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিএসপি প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অস্তিত্বহীন ক্লাবের নামে বরাদ্দ, রাস্তার দুই পাশে প্যালা সাইটিংকরণ প্রকল্প, রাস্তা সংস্কার, বিভিন্ন রাস্তা ইটের সলিং করণ প্রকল্প আত্মসাৎ করার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থার কথা জানান জেলা প্রশাসক।
গাজীপুর জেলার প্রত্যন্ত এলাকা কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল হাকিমের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
মোথাজুরি গায়েনচালা নিকনাই বিলে রাস্তার দুই পাশে প্যালা সাইটিং প্রকল্পে বরাদ্দ ৫ লাখ টাকা নামমাত্র কাজ করে তুলে নিয়েছেন।
এমনকি এডিবি এবং জেলা পরিষদের রাস্তা প্রকল্প দেখিয়েও টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে এই চেয়াম্যানের বিরুদ্ধে। তবে এসকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এই চেয়ারম্যান।
তবে তদন্ত করে ব্যবস্থার নেয়ার কথা জানান জেলা প্রশাসক। এ ছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে ধনীদের ভূমিহীন সনদ দিয়ে বন বিভাগের প্লট পাইয়ে দেয়ার অভিযোগসহ আরসিসি পাইপ স্থাপন, সোলার এসিডিসি প্রকল্প, মাটি ভড়াট, বাজার সংস্কার কাজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগও রয়েছে দুর্নীতি দমন কমিশনে কাছে।