গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাপ নেই যানবাহনের
- আপডেট সময় : ০২:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চাপ নেই যানবাহনের। গত কয়েক দিনের তুলনায় কমেছে মানুষের আনাগোনা । তবে শেষ সময়ে এসে অনেকেই প্রাইভেট কার, মাইক্রোগাড়ী , গাড়ি ,সিএনজি অটোরিক্সা, ব্যাটারি চালিত অটোরিকশাসহ হালকা যানবাহন গ্রামের বাড়ি যাচ্ছেন।
যাত্রীদের অভিযোগ, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ও ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী, চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন পয়েন্টে মানুষের উপস্থিতি আগের তুলনায় কমেছে। এক্ষেত্রে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। গাদাগাদি করে একসঙ্গে বাড়ি ফিরছেন যাত্রীরা।যাত্রীদের অভিযোগ, গণপরিবহন না থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তাদের গ্রামের বাড়ি যেতে হচ্ছে। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় মোবাইল পেট্রলসহ বিভিন্ন পয়েন্টে পুলিশ কাজ করে যাচ্ছে।