গায়েবি মামলা দিয়ে নির্বাচনের আগে সরকার বিরোধী দল দমনের অপচেষ্টা চালাচ্ছে : আমীর খসরু
- আপডেট সময় : ০৪:৫৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে বিচার বিভাগের মাধ্যমে নির্বাচনের আগে সরকার বিরোধী দলকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সকালে চট্টগ্রামের সপ্তম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে একটি নাশকতা মামলায় হাজিরা দিতে এসে এসব কথা বলেন তিনি। আমীর খসরু জানান, বিচার বিভাগের এই পক্ষপাতিত্বের চিত্র আজ দেশের মানুষের পাশাপাশি বিদেশিদের কাছেও স্পষ্ট হয়েছে। মিথ্যা মামলায় সাজা দিয়ে বিরোধী দলের নেতাদের নির্বাচন থেকে বাইরে রাখার অপচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে আদালতের অপতৎপরতা ততই বাড়ছে। এভাবে চলতে থাকলে জনগণ বিচার বিভাগের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি জানান বিএনপির এই শীর্ষ নীতি নির্ধারক। এর আগে কোতোয়ালি থানায় করা ২০১৫ সালের একটি নাশকতার মামলার হাজিরা দেন আমীর খসরু। শুনানি শেষে আগামী ১৫ নভেম্বর মামলার পরবর্তী দিন নির্ধারণ করা হয়।