গার্মেন্টসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি : ইউরোপীয় ইউনিয়ন
- আপডেট সময় : ০৭:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ১৭১২ বার পড়া হয়েছে
শ্রমিক ও পরিবেশ বান্ধব কর্মক্ষেত্র নিশ্চিত করা না হলে দায়ী গার্মেন্টসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭টি দেশের কূটনৈতিক মিশনগুলোর ডেপুটি হেড বার্নড স্পেনিয়ার এই হুমকি দেন। এসময় ইউরোপীয় ইউনিয়নের হেড অফ ডেলিগেশন চার্লস হোয়াইটলি বলেন, এ দাবি শুধু ইউরোপের নয়, পুরো বিশ্বের। জবাবে পণ্যের যৌক্তিক মূল্য পরিশোধের দাবি জানান গার্মেন্টস মালিকরা। রাজধানীর তেজগাঁওয়ে গোলটেবিল বৈঠকে তারা এসব বলেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল। সাভারের রানা প্লাজা ধ্বসে পড়ে মারা যায় ১২শ’ শ্রমিক। ঝুঁকিপূর্ন ভবন ধ্বসের মাধ্যমে বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। এরপর বদলায় দৃষ্টিভঙ্গি। বর্তমানে তৈরি পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ-বান্ধব কারখানা স্থাপনে ডাবল সেঞ্চুরির মাইলফলক ছোঁয় বাংলাদেশ।
তারপরও বেতন ও বোনাসের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের আন্দোলন– শিরোনাম হয় গণমাধ্যমে। এমন বাস্তবতায় রাজধানীর তেজগাঁওয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজন করে গোলটেবিল বৈঠকের। এতে শ্রমিক ও পরিবেশ-বান্ধব কর্ম পরিবেশের অভাবে নিষেধাজ্ঞার হুমকি দেন ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অফ ডেলিগেশন ড. বার্নড স্পেনিয়ার।
নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে দু’পক্ষকেই কাজ করতে হবে জানিয়ে পণ্যের যৌক্তিক ও উপযুক্ত মুল্য দেয়ার আহ্বান জানান শিল্প মালিকরা। তবে প্রধান অতিথির বক্তব্যে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, নিরাপদ কর্মপরিবেশের বিষয়টি শুধু ইউরোপের নয়, পুরো বিশ্বের দাবি। মান উন্নয়নের যুদ্ধে বাংলাদেশ চাইলে ইউরোপীয় ইউনিয়ন পাশে দাঁড়াবে বলেও আশ্বস্ত করেন চালর্স হোয়াইটলি।