গার্মেন্টসের ৮০ লাখ ২২ হাজার টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৮:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টসের ৮০ লাখ ২২ হাজার টাকা ডাকাতির মূল পরিকল্পনাকারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
দুপুরে রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক লেঃ কর্নেল মোঃ সারওয়ার-বিন-কাশেম। র্যাব জানায়, শনিবার রাতে ঢাকা জেলার বিভান্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৩০ লাখ ৬৮ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরবাইক, গাড়ি, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী থানার মোহাম্মাদ রিয়াজ,পটুয়াখালী জেলার মোহাম্মাদ সাগর, বরিশাল জেলার বাবুগঞ্জ থানার মোহাম্মাদ জলিল, রাজবাড়ী জেলার মোহাম্মাদ ইসমাইল হোসেন,এবং টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মনোরঞ্জন মন্ডল। এ ঘটনার সাথে আরো যারা জড়িত তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান সারওয়ার-বিন-কাশেম।