গীতিকবি গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী আজ
- আপডেট সময় : ০৬:৪৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
‘শোন একটি মুজিবরের কণ্ঠ থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রণি’ অথবা ‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই’ — এ রকম বহু কালজয়ী গানের গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের জন্মবার্ষিকী আজ। পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্মগ্রহণ করেন এই গীতিকবি। পৈতৃক ভিটা ধ্বংস হয়ে– হারিয়ে গেছে তাঁর সবটুকু স্মৃতিচিহ্ন। এই গীতিকবির স্মৃতি ধরে রাখতে সংগ্রহশালা গড়ে তোলার দাবি জানিয়েছে স্থানীয়রা।
অসংখ্য কালজয়ী গানের রচয়িতা গৌরীপ্রসন্ন মজুমদার। আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের বেশিরভাগ গান তারই লেখা। বাণী আর ছন্দের অভাবনীয় মেলবন্ধনে, কখনো উত্তম সুচিত্রার ঠোঁটে, কখনো হেমন্ত মুখোপাধ্যায়,শ্যামল মিত্র, শচীনদেব বর্মন কিংবা আশা ভোঁসলের কন্ঠে তার লেখা অসংখ্য গান বাঙালীকে আজও নিয়ে যায় স্বপ্নের পৃথিবীতে।
১৯২৫ সালের পাঁচ ডিসেম্বর পাবনার ফরিদপুর উপজেলার গোপালনগরে জন্মগ্রহন করেন গৌরীপ্রসন্ন মজুমদার।দেশ বিভাগের পর স্বপরিবারে চলে যান ওপার বাংলায়। তাঁর পৈতৃক বাড়িটি এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্মৃতিচিহ্ন বলতে রয়েছে তিনটি তালগাছ আর একটি বাঁধানো পুকুর ঘাট। এখানে একটি সংগ্রহশানা গোড়ে তোলার দাবি জানিয়েছে অনেকে।
স্বাধীনতার পর, বঙ্গবন্ধুর আমন্ত্রণে একবার জন্মভূমিতে এসেছিলেন তিনি। সে স্মৃতি তুলে ধরেন তার স্বজনরা।
হাজারো মুক্তিযোদ্ধাকে উজ্জীবিত করা প্রখ্যাত এই সংগীতযোদ্ধার স্মৃতি ধরে রাখতে পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান, এই জনপ্রতিনিধি।
জন্মভিটায় স্মৃতি সংগ্রহশালা গড়ে এ মহান শিল্পীকে যথাযথ সম্মান দেওয়ার আশা করে সবাই।