গুম শুরু করেছে জিয়াউর রহমান : ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বিএনপি এদেশে গুম শব্দটির পরিচিতি দিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, গুম শুরু করেছে জিয়াউর রহমান। আর খালেদা জিয়ার আমলে তা বেড়েছে দশগুণ।
বিকেলে ঢাকার কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষকলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি সরকার। এসময় কবরস্থানে জিয়াউর রহমানের মরদেহ ছিলো কিনা তার প্রমাণ দিতে বিএনপি মহাসচিবের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।