গুরুতর আহত হয়ে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়
- আপডেট সময় : ০৩:০৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
- / ২১৪৩ বার পড়া হয়েছে
গুরুতর আহত তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার এসএসকেএম হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
তথ্যমতে, বাড়িতেই পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। ইতিমধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছেন তার পরিবারের এবং দলের সদস্যরা। হাসপাতালে উপস্থিত রয়েছেন অভিষেক ব্যানার্জি। বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে কপালে গুরুতর ক্ষতের সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মমতার। তার কপালে সেলাই করা হয়েছে।
তৃণমূলের এক্স একাউন্ট (সাবেক টুইটার) থেকে মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার কালীঘাটের বাসভবন চত্বরে হাঁটছিলেন মমতা। সেই সময়েই যে কোন ভাবে পড়ে যান তিনি। সামনের দিকে পড়ে যাওয়ায় কপালে আঘাত পান। আঘাতের স্হানে রক্ত ক্ষরণ হয়েছে। প্রথমে তাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলেই সঙ্গে সঙ্গে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মমতার ক্ষত বেশ গভীর। সিটি স্ক্যান করানো হয়েছে। একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।