গৃহবধূকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় স্বামী রকিবুল গ্রেফতার
- আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মায়ের সামনে দিপালী বেগম নামে এক গৃহবধূকে হাতুড়িপেটা করে হত্যার ঘটনায় নিহতের স্বামী রকিবুল গাজীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তাকে সাভারের ধামসোনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। দুপুরে রাজধানীর মালীবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। এদিকে জামালপুরের এক নারীকে হত্যা মামলায় নিহতের স্বামী রুবেল মিয়াকেও গ্রেফতার করেছে সিআইডি।
নড়াইলের কালিয়া থানা এলাকায় ২ সেপ্টেম্বর স্ত্রী দিপালী বেগমকে হত্যার পর পলাতক আসামি নিহতের স্বামী রকিবুল গাজীকে সাভারের ধামসোনা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
বুধবার সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই মামলার আসামীকে গ্রেফতারের পর হত্যাকান্ডের বিস্তারিত তথ্য তুলে ধরে সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে রকিবুল।
এছাড়া ১৯ আগস্ট রাতে জামালপুরের নয়াপাড়ায় মোসলিমা আক্তার ময়না হত্যা মামলার পলাতক আসামী নিহতের স্বামী রুবেল মিয়াকেও ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান, পরকিয়ার জেরেই পরিকল্পিতভাবে স্ত্রী ময়নাকে গলাটিপে হত্যা করে রুবেল।