গেল ২৪ ঘণ্টায় ১২ জেলায় মোট ১৪০ জনের করোনা শনাক্ত
- আপডেট সময় : ০৭:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৮ জন, মুন্সীগঞ্জে ২৭ জন, নোয়াখালীতে ২২ জন, কক্সবাজারে ১০, ময়মনসিংহ ১১ ও দিনাজপুরে ৯ জনসহ ১২ জেলায় মোট ১৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।আক্রান্তের মধ্যে চিকিৎসকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন।
চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত ৭৮ জনকে শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ। এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি। এ নিয়ে চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৩শ’ ছাড়ালো।
নোয়াখালীতে একদিনে ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এরমধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ৩ জন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২ চিকিৎসক ও ৮ স্বাস্থ্যকর্মীসহ আরো ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ২১৪ জন করোনা রোগী শনাক্ত হলো।
কক্সবাজারে আরও ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে।
দিনাজপুরে ২৪ ঘন্টায় আরো ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
ফেনীতে নতুন ৮ জনসহ জেলায় মোট ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মাত্র ৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
পঞ্চগড়ে নতুন ২ জনসহ জেলায় মোট ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বাগেরহাটে এক নারীসহ নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মুন্সীগঞ্জে নতুন ২৭ জনের করোনা ভাইরাস শনাক্ত।এ নিয়ে জেলায় মোট ২৭২ জনের করোনা শনাক্ত। মারা গেছে ৮ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
গাজীপুরে ১১ জন পোশাক শ্রমিকসহ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯ জনে। এর মধ্যে ১৬২ জন সুস্থ হয়েছেন।
এছাড়াও কুমিল্লায় ৫ জন, ঝিনাইদহে ২ জন, হবিগঞ্জে ২, মাদারীপুরে ১, নেত্রকোনায় ১ ও নতুন করে পাবনায় একজন করোনায় আক্রান্ত হয়েছে।