গোপালগঞ্জ ও ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই’জন নিহত
- আপডেট সময় : ০১:৪৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ ও ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় দুই’জন নিহত হয়েছে।
গোপালগঞ্জে ট্রাকের চাপায় রিপন মোল্লা নামে এক মটর সাইকেল চালক নিহত হয়েছে। রাতে একটি মোটরসাইকেলে করে ভাগ্নে রিপন মোল্যা তার মামা মিরাজ সিকদারকে নিয়ে গোপালগঞ্জে আসছিলেন। এসময় মোটরসাইকেলটি সদর উপজেলার কাজুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কোটালীপাড়াগামী একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে যায়। এতে ট্রাকটি রিপনের মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে সে মারা যায়।
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে বাস-ক কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মাঝখানে চাপা পড়ে সুমন মিয়া নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি কভার্ডভ্যান পাল সিএনজির সামনে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল নিয়ে মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান সুমন।