গোপালগঞ্জে শিমুল আর পলাশের রঙে সেজেছে প্রকৃতি
- আপডেট সময় : ০৪:৩২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০০৯ বার পড়া হয়েছে
ঋতুরাজ বসন্তের আগমনে গোপালগঞ্জে শিমুল আর পলাশের রঙিন পাঁপড়িতে নতুন সাজে-সেজেছে প্রকৃতি। চোখ ধাঁধানো গাঢ় লাল রঙের বসন্তের রুপকন্যা শিমুল আর পলাশ ফুল শোভা পাচ্ছে গাছে গাছে। যদিও বিলুপ্তপ্রায় এ ফুলের দেখা মেলে না খুব একটা । বসন্তের হাওয়ায় ভালবাসা দিবসকেও যেন রাঙিয়ে তুলছে শিমুল আর পলাশ ।
“ও পলাশ ও শিমুল-কেন এ মন মোর রাঙালে-জানিনা জানিনা আমার এ ঘুম কেন ভাঙালে”-
ভারতীয় কন্ঠশিল্পী লতা মুঙ্গেশকরের এ গান বুঝিয়ে দেয় এ ফুলগুলো কতটা হৃদয়ে দোলা দেয়। বসন্তের শুরুতেই যেন প্রকৃতির ভালোবাসার কথা জানান দিতে হেঁসে উঠেছে শিমুল ও পলাশ। প্রকৃতির এই অপরূপ রঙের সাজ দেখে চোখ জুড়িয়ে যায়।
গোপালগঞ্জে বছর দশেক আগেও জেলার প্রত্যন্ত গ্রামের অধিকাংশ বাড়ির আনাচে কানাচে, রাস্তার পাশে, শিমুল ও পলাশ গাছ দেখা গেলেও এখন তেমন একটা চোখে পড়ে না।
আধুনিকতার ছোয়ায় শিমুল আর পলাশ গাছের অস্তিত্ব এখন হুমকির মুখে। এমনটি মনে করেন এই উদ্ভিদ বিজ্ঞানী।
বৈশ্বিক দুষণ আর জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে ধিরে ধিরে প্রতিটি ঋতুই হারাচ্ছে তার নিজস্ব বৈচিত্র আর সৌন্দয্যকে। প্রকৃতির স্বরূপ ফিরিয়ে দিতে প্রয়োজন ব্যাপক বৃক্ষ রোপন।