গোলশূন্য ড্র হলো অ্যাটলেটিকো ও বার্সেলোনার গুরুত্বপূর্ণ ম্যাচ
- আপডেট সময় : ০৩:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫১৬ বার পড়া হয়েছে
অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচে কেউ জেতেনি। ন্যু ক্যাম্পে গোলশূন্য ড্র হয়েছে দু’দলের ম্যাচ। ফলে টেবিলের শীর্ষেই রইলো অ্যাটলেটিকো মাদ্রিদ।
গোলশূণ্য ড্র-এ এগিয়ে যাওয়া হলো না কোনো দলেরই। ফলে লিগ শিরোপার লড়াই তিন দলের মধ্যেই টিকে রইলো। ন্যু ক্যাম্পে বার্সেলোনা বল পজেশনে কিছুটা এগিয়ে ছিলো। আক্রমনেও প্রাধান্য কাতালান ক্লাবটির। কিন্তু শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি। যদিও এর আগে বার্সার শেষ ছয় ম্যাচে অন্তত তিনটি করে গোল হয়েছে। ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর দুই পয়েন্ট কম নিয়ে দু নম্বরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল ৭৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে চারে থাকা সেভিয়াও আছে শিরোপার দৌড়ে। আজ গুরুত্বপূর্ন ম্যাচে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার মিশনে মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও সেভিয়া। রাত ১টায় শুরু হবে ম্যাচ।