গোপালগঞ্জ ও কুড়িগ্রামে জমে উঠেছে শেষ সময়ের ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা
- আপডেট সময় : ০৮:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চতুর্থ ধাপ ইউপি নির্বাচনে ফেনীতে নৌকা প্রতিকের প্রার্থীরা ফুরফুরে মেজাজে থাকলেও ব্যপক সহিংসতা ও ভোট ডাকাতির শঙ্কায় ভুগছেন প্রতিদ্বন্ধী প্রার্থীরা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের শেষ সময়েও প্রচার প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা । বিএনপি নির্বাচনে না আসায় নৌকা প্রতীকের সাথে হাড্ডা হাড্ডি লড়াই চলছে আওয়ামী লীগের ১০ বিদ্রোহীর। এছাড়াও শেষ সময়ে গোপালগঞ্জ ও কুড়িগ্রামে জমে উঠেছে শেষ সময়ের ইউপি নির্বাচনের প্রচার প্রচারণা।
আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। তবে সরকার দলীয় নৌকা প্রার্থী ছাড়া অন্য প্রতিদ্বন্ধী প্রার্থীরা নির্বাচনে বহিরাগতদের দাপটে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
ভোট যুদ্ধে জয়ের ব্যপারে শতভাগ আশাবাদী সরকার দলীয় নৌকার প্রার্থীরা। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য নানান প্রস্তুতির কথা জানান জেলা প্রশাসক।
কথায় নয়, যৌগ্য প্রার্থী বেছে নিতে নির্বাচন অবাদ, সুষ্ঠ করতে কার্যকর পদক্ষেপ চান ভোটাররা। মানিকগঞ্জের সাটুরিয়ায় ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামী লীগের ৯ জন চেয়ারম্যান প্রার্থী আর ১০ জন বিদ্রোহী প্রার্থীসহ মোট ৩৬ জন প্রার্থী গণসংযোগ চালাচ্ছেন ।
এদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৭টিতে এবং টুঙ্গিপাড়া উপজেলার ৫টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এলাকায় উন্নয়ন, মাদক মুক্ত সমাজ গড়তে, নারী উন্নয়নসহ ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
নির্বাচনে ভোটের অধিকার নিশ্চিত করার পশাপাশি যোগ্য প্রার্থীকেই ভোট দেয়ার কথা জানান ভোটাররা।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান, এ কর্মকর্তা।
আগামী ২৬ ডিসেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১৩টি, রাজারহাট উপজেলায় ৭টি ও নাগেশ্বরী উপজেলায় ১টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিএনপি অংশ না নিলেও দলীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
এদিকে প্রার্থীরাও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। সুষ্ঠ ভোট হলে নিজেদের বিজয়ের দাবি করছেন প্রার্থীরা।
নির্বাচন সুষ্ঠ করতে আইন শৃংখলা বাহিনী মোতায়েনসহ সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান জেলা নির্বাচন কর্মকর্তা সারাদেশের ন্যায় চট্টগ্রামের লোহাগাড়ায় চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। উপজেলার ৯টি ইউনিয়নের ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা।
কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটাই প্রত্যাশা সকলের।