গোপালগঞ্জ, মাদারীপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
- আপডেট সময় : ০৩:০১:০৫ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ, মাদারীপুর ও দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
গোপালগঞ্জে বাস ও মোটার সাইকেলের সংঘর্ষে রঞ্জন বাইন নামে এক যুবক নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার চর পাথালিয়া এলাকায় যাত্রীবাহী একটি বাসের সাথে মোটর সাইকেলের সংঘর্ষ হলে রঞ্জন বাইনসহ দুইজন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রঞ্জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান তিনি।
মাদারীপুরের শিবচরে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, দিনাজপুরে হিলিতে বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল দুঘর্টনায় সাবু নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় তার মোটরসাইকেলে থাকা মাছের ঝুড়ি থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি।