গোপালগঞ্জ সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত
- আপডেট সময় : ০১:৫৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও চারজন।
সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মাটিকাটা এক্সক্যাভেটর বহনকারী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মহিলাসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সেনা সদস্যসহ চারজন। স্থানীয়রা জানান, পাঁচ যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিক্সা বগুড়া থেকে সারিয়াকান্দি যাচ্ছিল। সকালে ছাতিয়ানতলায় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান।