গোপালগঞ্জে গরম বাতাসে নষ্ট হওয়া ক্ষেতে গজিয়েছে ধানের শীষ
- আপডেট সময় : ০৮:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে গরম বাতাসে নষ্ট হওয়া ক্ষেতে গজিয়েছে ধানের শীষ। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে বলে মনে করছে কৃষক। ধান গবেষণা ইনিষ্টিটিউটের পরামর্শে ক্ষেতে পরিচর্যা করেছেন তারা।ক্ষতিগ্রস্থ জমি থেকে অন্তত ৪০/৫০ ভাগ ধান ঘরে তুলতে পারবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
গোপালগঞ্জে গত চার এপ্রিল রাতে গরম বাতাসে ১০ হাজার ৭৫ হেক্টর জমির ধান গাছ আক্রান্ত হয়। এতে ৯০ কোটি টাকার ক্ষতি হয়েছে। ধান গবেষনা ইনিষ্টিটিউটের বৈজ্ঞানিকরা মাঠ পরিদর্শন করে কিছু পরামর্শ দেন।
ধানের গোড়ায় সব সময় পানি রাখার পাশাপাশি প্রতি পাঁচ শতাংশ জমিতে ৬০ গ্রাম থিওভিট, ৬০ গ্রাম এমওপি ও ২০ গ্রাম জিংক– ১০ লিটার পানিতে মিশিয়ে বিকেলে স্প্রে করতে বলেন। এতে ক্ষতিগ্রস্থ ক্ষেতে দেখা দিয়েছে নতুন ধানের শীষ।
এখন ক্ষেত থেকে অন্তত ৪০/৫০ ভাগ ধান পাওয়া যাবে বলে মনে করছে, ধান গবেষণা ইনিষ্টিটিউট।
প্রনোদনার জন্য ক্ষতিগ্রস্থ ২২ হাজার ৬শ’ কৃষকের তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান, কৃষি কর্মকর্তা।
দ্রুত প্রনোদনা পাওয়ার অপেক্ষায় রয়েছে জেলার ক্ষতিগ্রস্থ কৃষক।