গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে।
দুপুরে সদর উপজেলার ডুমদিয়ার মোছড়া গ্রামের রেল লাইনে উপর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। রাজবাড়ী রেল পুলিশের উপ-পরিদর্শক মো: মনিরুজ্জামান জানান, নিহত মোহাম্মদ সবুর মোল্লা ও মোহাম্মদ টমাস মোল্লা রাতে মাছ ধরার সময় রেল লাইনের উপর ঘুমিয়ে পড়ে। পরে তারা বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে ঘোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এসময় স্থানীয় লোকজন রেল লাইনের উপর তাদের কাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে রাজবাড়ী রেল পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার। করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত দু’জন নড়াইল ও গোপালগঞ্জের জেলার বাসিন্দা।