গোপালগঞ্জে রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ঐতিহ্যবাহী রাবেয়া আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
সকালে কলেজ প্রাঙ্গনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহিদা সুলতানা এবং পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান। পরে বিভিন্ন ইভেন্টে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা অংশ নেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।