গোপালগঞ্জে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে আটক ৬
- আপডেট সময় : ০৩:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গণধর্ষনের ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে রেব। গতকাল গোপালগঞ্জে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তাদের।
রেবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, দুপুরে রাজধারীর রেব মিডিয়া সেন্টারে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। গত ২৩ ফেব্রুয়ারি রাতে ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ শহরের নবীনবাগ এলাকার হেলিপ্যাড থেকে হেঁটে বের হচ্ছিলেন। সে সময় সাত-আটজন যুবক ব্যাটারিচালিত একটি ইজিবাইকে তাদের তুলে নেয়। পরে তারা ওই ছাত্রী ও তার বন্ধুকে হ্যালিপাডের পাশে নির্মাণাধীন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজের বারান্দায় নিয়ে ওই ছাত্রীকে গণধর্ষণ এবং সঙ্গে থাকা বন্ধুকে মারধর করে।এদিকে সহপাঠীকে গণধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে চলছে টানা আন্দোলন। চলমান অবস্থান কর্মসূচি শেষে গত রাত ১১টায় তারা তৃতীয় দিনের কর্মসূচি ঘোষণা করে।