গোপালগঞ্জে ১৭তম বঙ্গবন্ধু জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৪৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মধুমতি নদীর বিলরুট ক্যানেলে ১৭তম বঙ্গবন্ধু জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি- নৌবাহিনী প্রধান এডমিরাল শাহীন ইকবাল দূরপাল্লার এই সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় নৌ বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনীসহ সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিভিন্ন প্রতিষ্ঠানের ১৪ জন নারী-পুরুষ। সারাদেশ থেকে অংশ নেয়া নারী-পুরুষের মধ্যে ১৪ জনকে বেছে নেয়া হয় চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এর মধ্যে পুরুষ ৭ জন ১০ কিলোমিটার এবং নারী ৭ জন ৮ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে ১ম হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ, ২য় হয়েছেন সেনাবাহিনীর আরেক সদস্য জুয়েল আহমেদ ও ৩য় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর পলাশ চৌধুরী। নারীদের মধ্যে ১ম হয়েছেন নাইমা আক্তার, ২য় হয়েছেন জুলি ও ৩য় সফুরা আক্তার। এরা সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য।