গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটির বাম্পার ফলন হয়েছে

- আপডেট সময় : ০৯:১৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ১৯৬৫ বার পড়া হয়েছে
আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর গোপালগঞ্জের কোটালীপাড়ায় ফুটির বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পেয়ে গত বছরের লোকসান কাটিয়ে ওঠার আশা কৃষকদের। দেশের বিভিন্ন জায়গা থেকে এসে ফুটি কিনছেন পাইকাররা।
কোটালীপাড়ার বেশ কয়েকটি গ্রামে ফুটি বা বাঙ্গি চাষ করছে কয়েক হাজার কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সময় মতো বীজ-সার পাওয়ায় ফলনও ভালো হয়েছে। একটি ফুটি ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিঘা জমি চাষে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার টাকা। গত বছর করোনার কারেণ লোকসান হলেও, এবার উৎপাদন খরচ বাদে বিঘা প্রতি ৩০ থেকে ৪০ হাজার টাকা লাভ পাচ্ছে কৃষক।
ফুটির মৌসুমকে কেন্দ্র করে এলাকায় গড়ে ওঠেছে আড়ৎ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে কিনে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। এ মৌসুমে অন্তত: কয়েক‘শো কোটি টাকার ফুটি বিক্রির আশা করছে তারা।
চাষ ও বিক্রির ক্ষেত্রে কৃষককে নানা পারামর্শ দেয়া হচ্ছে বলে জানায়, কৃষি বিভাগ।
এ বছর গোপালগঞ্জে ছ’শ হেক্টর জমিতে ফুটি চাষ হয়েছে।