গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে যুবলীগের নতুন কমিটির শ্রদ্ধা জ্ঞাপন
- আপডেট সময় : ০৭:৫০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
সংগঠনের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে কাজ করার শপথ নিয়েছে কেন্দ্রীয় যুবলীগের নতুন কমিটি। সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রেখে মানুষের পাশে থাকতে চান তারা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এসব কথা বলেন যুবলীগ নেতারা।
যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনের নতুন কমিটির নেতারা। এরপর, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তারা।
পরে, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলে ফাহিম ও যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাঈম গণমাধ্যমকে বলেন, অতীতের ভুল শুধরে সঠিক পথে এগিযে নিতে আর যুব সমাজকে রাজনীতিতে ফিরিয়ে আনতে নতুন এ কমিটি কাজ করবে।
যুবলীগ সাধারন সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, তৃণমুল র্পযন্ত দলকে ঢেলে সাজানো হবে।
মুক্তিযুদ্ধের স্বপক্ষে মেধাভিত্তিক রাজনীতির প্রচলন করবেন বলে জানান, চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানান, যুবলীগ চেয়ারম্যান।