গোপালগঞ্জের মধুমতি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন
- আপডেট সময় : ০২:০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মধুমতি নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন। ইতোমধ্যে বিলীন হয়েছে ঘরবাড়ী, সড়ক, ফসলি জমি, মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা। পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে ভাঙ্গনরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। ভাঙ্গর রোধে পানি উন্নয়ন বোর্ড অসহায়ত্বের কথা জানালেও স্থায়ী বাঁধ নির্মাণে কথা জানিয়েছে জেলা প্রশাসক। দ্রুত নদী ভাঙ্গন এলাকায় স্থায়ী সমাধানের দাবী জানিয়েছে এলাকাবাসী।
মধুমতি নদীতে বিলিন হচ্ছে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইছাখালি গ্রামের ফসলী জমি ও বসত বাড়ী। নদী তীরের সদর উপজেলার ইছাখালি, ডুবসি, চরঘোষাল, ঘাঘাধলইতলা, মধুপুর, গোবরা এবং কাশিয়ানী উপজেলার কাশিয়ানী, ফুকরা, রাতইলসহ বিভিন্ন গ্রামে চলছে তীব্র ভাঙ্গণ।
দুই উপজেলার মধুমতির ১০ পয়েন্টের বসত ঘর ও মালামাল বাঁচাতে অন্যত্র সরেছে অন্তত কয়েক হাজার হাজার পরিবার। ভাঙ্গণকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। দ্রুত নদী ভাঙ্গনরোধের দাবি ক্ষতিগ্রস্তদের।
সহায়তা নয়, স্থানীয়দের জন্য দরকার স্থায়ী বাঁধ, মনে করছেন স্থানীয় জনপ্রতিনিধি। ভাঙ্গণের কারণে নদী শাসনে নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের এ কর্মকর্তা।
স্থায়ী সমাধানের পাঠনো প্রকল্প পাশ হলেই ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। বছরের পর বছর মধুমতি নদীর ভাঙ্গনে নি:স্ব হচ্ছে নদী পাড়ের বাসিন্দারা।