গোপালগঞ্জের মধুমতি বিলরুট ক্যানেল থেকে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ১২:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের মধুমতি বিলরুট ক্যানেল থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও পারিবারিক কলহের জের ধরে সাদিয়া কুতুব নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
শুক্রবার সন্ধ্যায় আলাদা ঘটনায় সদর উপজেলার তেলিভিটা এলাকা থেকে এবং জেলা শহরের চাঁদমারী এলাকা থেকে মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, তেলিভিটা এলাকার মধুমতি বিলরুট ক্যানেলের ওই বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গিয়ে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে। এদিকে, পারিবারিক কলহের জের ধরে সাদিয়া নামে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গালায় ফাসঁ দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।