গৌরীপুরে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গৌরীপুরে মইনুল হাসান পলাশ নামে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেলো রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি খান আব্দুল হালিম সিদ্দিকী জানিয়েছেন, নিহত পলাশ চরশ্রীরামপুর মোড়ের বাজারে বিকাশের ব্যবসা করতেন। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় টাকা ও মোবাইল ছিনতাইয়ের সময় তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।