গ্যাং কালচার থেকে কিশোরদের মুক্ত করতে হবে
- আপডেট সময় : ০৬:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
যেভাবেই হোক গ্যাং কালচার থেকে কিশোরদের মুক্ত করতে হবে বলে জানিয়েছেন-রেব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। দেশের মেধাবী তরুণরা দিন দিন ধ্বংসের দিকে নিমজ্জিত হচ্ছে উল্লেখ করে, এর বিরুদ্ধে অভিভাবকসহ সবাইকে সোচ্চার হতে হবে।
সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। এসময় রেব মহাপরিচালক বলেন, পারিবারিক বন্ধনের অভাবে অনেক শিশু-কিশোররা বিপথে যায়। সেদিকে খেয়াল রাখা জরুরি। তিনি বলেন, জঙ্গিবাদ, জলদস্যু ও বনদস্যুদের ভয়ংকর আধিপত্য আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতায় বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রিত। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে কিশোর গ্যাং কালচার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয় বল মনে করেন বিতার্কিকরা।