গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ মদ্যে একজন মারা গেছে
- আপডেট সময় : ০২:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের ৭ জন সহ ৯ জন দগ্ধ মদ্যে একজন মারা গেছে। ঘটনা অনুসন্ধানে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রোববার গভীর রাতে আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকার মরিয়ম ভবন নামের একটি বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একই পরিবারের ৭ জনসহ ৯ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন প্রত্যেকের শরীরের ২০ থেকে ২৫ শতাংশ ঝরসে গেছে। এছাড়া তিনজনের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই তিনজনকে আশংকাজনক হিসেবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।