গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র তিন দিনের কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে তিন দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দুপুরে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন তিনি। সীতাকুন্ডে বিএম ডিপোর বিস্ফোরণের ঘটনার জন্য সরকারের অবহেলা ও দায়িত্বহীনতাকে দায়ী করা হয় বৈঠকে। আহত ও নিহতদের পরিবারের পাশে দাড়ানোর জন্য দলের নেতাকর্মীদের দায়িত্ব দেয়া হয়েছে। সভায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলা হয়, এর ফলে জনজীবনের দুর্ভোগ আরও বাড়বে। এর প্রতিবাদে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।