গ্রহণযোগ্য নির্বাচনে ইসিকে সহযোগিতা করবে সরকার : আইনমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
- / ১৮৩৭ বার পড়া হয়েছে
সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এর জন্য কমিশনকে সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে। সচিবালয়ে কানাডার হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে এসব কথা বলেন মন্ত্রী। একজন খুনিকে আশ্রয় দেয়া মানবাধিকার লংঘনের শামিল বলেও মন্তব্য করেন তিনি।
আইনমন্ত্রী আনিসুল হকের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার হাই কমিশনার লিলি নিকোলস। সাক্ষাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বঙ্গবন্ধুর হত্যা মামলার আসামী নুর চৌধুরীকে ফেরত আনাসহ দুই দেশের সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
পরে সাংবাদিকদের সাথে কথা বলেন আইনমন্ত্রী। বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।
কানাডায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার আসামী নুর চৌধুরীকে ফেরত পাঠাতে বিকল্প উপায়ের জন্য দেশটিকে অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি।
৫০ বছরের মতো আগামীতেও বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন আনিসুল হক।