ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছেনা টিসিবির নিত্যপণ্য
- আপডেট সময় : ০৪:৪৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশ ট্রেডিং করপোরেশন-টিসিবি থেকে কম মূল্যে নিত্যপণ্য কেনার লাইন দিন দিন লম্বা হচ্ছে। কিন্তু সরবরাহ না থাকায় অনেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও ফিরেছেন খালি হাতে।
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে টিসিবি ট্রাকের পেছনে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। গতকাল এই চিত্র আরো বড় হয়েছে। বেশীর ভাগ স্থানে পণ্য বিক্রি দুপুরের মধ্যেই শেষ হয়ে যায়। অনেকেই ফেরেন খালি হাতে। রোদের মধ্যে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য কিনতে না পারায় ক্ষোভ জানান ক্রেতারা। রাজধানীর কাজীপাড়া, জাতীয় প্রেস ক্লাব, সেগুনবাগিচাসহ বিভিন্ন পয়েন্টে শত শত মানুষ দীর্ঘসময় লাইনে দাঁড়ালেও সর্বোচ্চ ৩০ জনকে পণ্য দেয়া সম্ভব হয়েছে বলে জানায় বিক্রেতারা। তারা বলেছেন, সয়াবিন তেলের চাহিদা সব থেকে বেশি। তবে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সবাইকে তেল দেয়া সম্ভব হয় না। যে কারণে গালি-গালাজও শুনতে হয়।