ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত পঞ্চগড়
- আপডেট সময় : ১২:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৭১৮ বার পড়া হয়েছে
ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন। দিন ও রাতের টিপ টিপ বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। সপ্তাহ জুড়ে জেলায় বিরাজ করছে সর্বনিম্ন তাপমাত্রা।
সকালে ৮ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। হঠাৎ শীতের এমন বিরূপ আচরণে দুর্বিষহ অবস্থায় জেলার খেটে খাওয়া মানুষ।তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা রাসেল শাহ জানান, আগামীতে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।
………..
নীলফামারীতে ওঠা নামার মধ্যেই রয়েছে তাপমাত্রা। সকাল ছয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ প্রবাহিত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত গোটা জেলা ঢাকা ছিল কুয়াশার চাদরে। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগির সংখ্যা।
………
প্রচন্ড কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় দিনাজপুরের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সবচেয়ে বিপাকে পড়েছে ছিন্নমূল মানুষেরা। কাজে যেতে না পারায় পরিবার পরিজন নিয়ে দুর্বিষহ জীবন যাপন করছে তারা।
দিনাজপুর আবহাওয়া পর্যবেক্ষনগরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদ জানান দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সাথে উত্তরের হিমেল হাওয়ায় বাড়িয়েছে শীতের তীব্রতা।