ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন
- আপডেট সময় : ১১:১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
গেলো কয়েকদিন থেকে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগের অন্ত নেই ছিন্নমূল মানুষের।
গাইবান্ধায় গেলো কয়েকদিনে দরিদ্র শীতার্ত মানুষের জীবন যাপন হয়ে পড়েছে জুবুথুবু। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। প্রযোজন ছাড়া ঘরের বাহিরে কেউ বের হচ্ছে না ।এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে শীর্তাত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
গেলো কয়েকদিন যাবত নেত্রকোনায় বেড়ে গেছে শীতের তীব্রতা। তার সাথে যোগ হয়েছে হীমেল বাতাস ও শৈত্য প্রবাহ। শীতার্ত ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
সাতক্ষীরায় হাড় কাঁপানো শীতে জনজীবন বির্পযস্থ হয়ে পড়েছে। ঠান্ডাজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে বেশি। সাতক্ষীরা সদর হাসপাতাল, শিশু হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক সমূহে শীতজনিত রোগে আক্রান্তের ভর্তির হার বেড়েছে প্রায় দ্বিগুন।