ঘন কুয়াশায় বিঘ্ন সৃষ্টির কয়েক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া ও চাঁদপুর-শরীয়তপুর রুটে বিঘ্ন সৃষ্টির কয়েক ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল।
ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ করে দেয়া হয়। এতে উভয় ঘাট এলাকায় কয়েকশো যানবাহন আটকা পড়ে। এরপর টানা ৫ ঘন্টা পর এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটেও কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধের ১২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। তবে উভয়পাড়ে আটকা পড়া ৪ শতাধিক যানবাহনের সারি এখনও রয়েছে।
এদিকে, ঘনকুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাকি হয়েছে দুপুরে। দু’পাড়ে আটকা পড়া পাঁচ শতাধিক যানবাহনের চাপও কমতে শুরু করেছে।