ঘন লোডশেডিংয়ে বিপাকে নরসিংদীর পোল্ট্রি খামারিরা
- আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০২৪
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
তীব্র তাপপ্রবাহ আর ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে নরসিংদীর পোল্ট্রি খামারিরা। অতিরিক্ত গরমে মরছে মুরগি। কমতে শুরু করেছে ডিম উৎপাদন। এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে ব্রয়লার মুরগি ও ডিম সরবরাহে সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সারা দেশে মাসজুড়ে তীব্র তাপ প্রবাহে বিরূপ প্রভাব পড়েছে নরসিংদীর পোল্ট্রি খামারগুলোতেও। অতিরিক্ত তাপে মুরগি বাঁচিয়ে রাখাই এখন দায় হয়ে দাঁড়িয়েছে। তার উপর ঘন ঘন লোডশেডিং। হিটস্ট্রোকে মরেছে ৭ হাজার ব্রয়লার ও লেয়ার মুরগি।
এই অবস্থায় বাঁচিয়ে রাখতে মুরগির উপর পানি স্প্রে, খামারের চালে ঝর্ণা পদ্ধতিতে পানি দেয়াসহ ব্যবস্থা করা হয়েছে জেনারেটরের। নানা কৌশলে বিভিন্নভাবে ব্যয় বেড়ে গেছে কয়েক গুণ। এতে এবার বড় ধরণের লোকসানে পড়ার আশঙ্কা করছেন খামারিরা।
খামারের জায়গায় গাছ লাগানোর আহবান জানিয়ে লোডশেডিং কমানোর দাবী ব্যবসায়ী নেতাদের। এছাড়া খামারিদের বিভিন্ন ধরণের সচেতনতামূলক নির্দেশনা ও পরামর্শ দিয়ে যাচ্ছে এই বিভাগ।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় ব্রয়লার মুরগির খামার রয়েছে সাড়ে তিনহাজার। লেয়ার মুরগির খামার রয়েছে দেড়হাজারের অধিক। অন্যদিকে সোনালী মুরগির খামার ৭’শ ৩৩টি।