ঘনকুয়াশা আর তীব্র ঠান্ডার প্রভাব আলু ক্ষেতে
- আপডেট সময় : ১০:৪৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৭০৯ বার পড়া হয়েছে
ঘনকুয়াশা আর তীব্র ঠান্ডার প্রভাব পড়েছে কুড়িগ্রামের আলু ক্ষেতে। ছত্রাকের আক্রমণে আলুর পাতা হলদে হয়ে মরে যাচ্ছে গাছ। ছত্রাক নাশক বিভিন্ন ওষুধ ছিটিয়েও সুফল পাচ্ছে না চাষীরা। কৃষি বিভাগ জানায়, অতিরিক্ত কুয়াশার ফলে আলুর পাতায় এক ধরনের ছত্রাকের জন্ম হয়। এর থেকে প্রতিকার পেতে ঘন ঘন ওষুধ ছিটাতে পারলে ফসল রক্ষা করা সম্ভব।
উত্তরের যে সকল জেলায় বেশী সবজি উৎপাদন হয় তার মধ্যে অন্যতম কুড়িগ্রাম। এ বছর আলুর ভালো বাজার দর থাকায় জেলার কাঁঠালবাড়ী, মোগলবাসা, নাগেশ্বরী ছিনাইসহ কয়েকটি এলাকায় লক্ষমাত্রার চেয়ে বেশী আলুর আবাদ হয়েছে। গত কয়েকদিন ধরে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডার কারনে লেড ব্লাইট বা নাভি দশা নামক এক ধরনের রোগে আক্রান্ত হয়ে পঁচে যাচ্ছে আলুর পাতা।
আলু বীজ রোপনের ৩৫ থেকে ৪০ দিন পার হওয়া এসব গাছে কেবলি ছোট ছোট গোটা তৈরী হয়েছে। এ অবস্থায় পাতা পচন ঠেকাতে ছত্রাক নাশক ছিটানোর পাশাপাশি সেচের ব্যবস্থা করেও ভালো ফল মিলছে না কৃষকের।
ভালো মুল্য পাওয়ার আশায় চরা দামে আলু বীজ কিনে রোপন করেছেন অনেকে। কিন্তু ছত্রাকসহ বিভিন্ন রোগ এখন চিন্তার বিষয় হয়েছে আলু চাষীদের। কেউ কেউ উৎপাদন মুল্য পাওয়া নিয়েও শংকার কথা জানান।
তাপমাত্রা নিম্নগামী হওয়ার কারনে এ ধরনের ছত্রাকের আক্রমন হয়ে থাকে বলে জানান কৃষি বিভাগ। তবে ঘন ঘন ছত্রাক নাশক ঔষধ ছিটানো হলে আলু গাছ রক্ষা করা যাবে বলে জানান কৃষি বিভাগের এ কর্মকর্তা। জেলঅয় এবছর ৭ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও জেলায় এবার সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে।