ঘরমুখী মানুষের স্রোত নেমেছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে
- আপডেট সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে যাচ্ছে লাখো মানুষ। ঘরমুখী মানুষের স্রোত নেমেছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। সকাল থেকেই যাত্রীদের উপচেপড়া ভিড়। পা ফেলার জায়গা নেই কোথাও। নিষেধাজ্ঞা অমান্য করে ছাদেও নেয়া হচ্ছে যাত্রী। এতে দুর্ভোগের কমতি ছিল না। বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক বলছেন, নির্ধারিত ধারণক্ষমতা থেকে ১০/১৫ শতাংশ যাত্রী বেশি হলে লঞ্চে কোনো ঝুঁকি নেই।
ঈদ আনন্দে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছাড়ছে একের পর এক লঞ্চ। সব’কটিই ঠাসা যাত্রীতে।
শনিবার সকাল থেকেই বেড়েছে যাত্রী চাপ। বেলা বাড়ার সাথে সাথে সদরঘাট লঞ্চ টার্মিনালে নামে মানুষের ঢল।
প্রিয়জনদের সঙ্গে ঈদ কাটাতে ডেকে-ছাদে, যে যেভাবে পারছে গাদাগাদি করে জায়গা করে নিচ্ছে লঞ্চে।
করোনার কারণে আগের দুই বছর ঈদযাত্রায় ছন্দপতন হলেও, এবারের বিধি-নিষেধমুক্ত যাত্রায় উচ্ছ্বাসের ছাপ সব বয়সী মানুষের চোখে-মুখে।
প্রায় সব লঞ্চেই যাত্রী পরিবহন করা হচ্ছে ধারণ ক্ষমতার বেশি। নিষেধাজ্ঞার পরও ছাদে নেওয়া হচ্ছে অনেক যাত্রী। দুর্ভোগেরও কমতি ছিল না।
বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক বলেন, নির্ধারিত ধারণ ক্ষমতা থেকে ১০/১৫ শতাংশ যাত্রী বেশি হলে লঞ্চের কোনো সমস্যা হয় না। চাপ বিবেচনায় প্রতিদিন ঈদ যাত্রায় ১৫০টিরও বেশি লঞ্চ প্রস্তুত রাখার কথা জানান তিনি।
যাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে নৌপুলিশ। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে ব্যস্ত তারা।
এছাড়াও মহানগর পুলিশ, রেব, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।