ঘাগট নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৬০৯ বার পড়া হয়েছে
গাইবান্ধায় ঘাগট নদীর বিভিন্ন পয়েন্টে বালু উত্তোলন করছে অসাধু চক্র।
রাত হলেই শুরু হয় এদের চোরাই কর্মকাণ্ড। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে তারা। এতে ক্ষতিগ্রস্ত নদীর বাঁধ, আবাদি জমি। ক্ষতির মুখে রেল লাইনের অংশ। বালু উত্তোলন বন্ধে মাঝে মাঝে অভিযান পরিচালনা করলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে ওই অসাধু চক্র। তবে…উপজেলা নিবার্হী কর্মকতার এক অভিযানে ৩০টির অধিক ট্রাকটর ও ড্রাম ট্রাক জব্দ করে গাড়ির মালিকদেরকে কাছ থেকে ১৫ লক্ষ টাকার জরিমানা আদায় করা হয়।