ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি হয়েছে।
স্থানীয়রা জানায়, উপজেলার বড় ধুলন্ডী জান্নাতুল বাকী কবরস্থান থেকে ১০টি কঙ্কাল চুরির জন্য কবর খোঁড়ে দুর্বৃত্তরা। তবে, একটি কবর থেকে দুর্গন্ধ ছড়ালে ৯টি কঙ্কাল নিয়ে পালিয়ে যায় তারা। সকালে স্থানীয়রা কবরস্থান পরিষ্কার করতে গেলে কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত হন। পুলিশ জানায়, এ
কবরস্থানে প্রায় ৫৩টি কবর আছে। এরমধ্যে ৯টি কবরের কঙ্কাল চুরি হয়। এই চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।